কবে বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী
টলিউডের অন্যতম চেনা চর্চিত জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম থেকে শুরু করে বিয়ে, সবকিছু নিয়েই ভক্ত অনুরাগীদের কৌতূহলের যেন শেষ নেই। বছরের পর বছর ধরে চলা তাদের সেই জল্পনার আগুনে যেন নতুন করে ঘি ঢাললেন খোদ দেব ও রুক্মিণী।
সম্প্রতি পৃথক এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে এমন মন্তব্য করেছেন তারা দুইজনই যা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বইছে অন্দরে।
বহু বছর ধরেই সম্পর্কে করেছেন দেব-রুক্মিণী। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের রসায়ন খিতে মেটা বরাবরই নজরকাড়া। দেবের বাড়ির অনুষ্ঠান হোক বা ছবির প্রিমিয়ার, সর্বত্রই রুক্মিণীর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করার মত । প্রায় একই চিত্র দেখা যায় রুক্মিণীর ক্ষেত্রেও।
এদিকে দুই পরিবারেও তাদের সম্পর্ক পেয়েছে পূর্ণ সমর্থন ও ভরসা । কিন্তু এতকিছুর পরেও সাত পাকে বাঁধা পড়ছেন কবে এই ভাবনার এই প্রশ্নের উত্তর খুঁজছেন অগণিত ভক্ত অনুরাগী।